দর্শকের কাছে কৃতজ্ঞ ইধিকা

দুই বাংলার চলচ্চিত্রে এখন যে নামটি সমানভাবে আলোচনায়—তিনি ইধিকা পাল। অল্প সময়েই অভিনয় দিয়ে জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেয়েছে ইধিকা অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’, যেখানে তার বিপরীতে আবারও দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ইধিকা এতে অভিনয় করেছেন সৌদামিনী চরিত্রে।

মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে চমক দেখাচ্ছে। ইধিকার ভাষ্য, ‘রঘু ডাকাত এখন পর্যন্ত কয়েক কোটি টাকার ব্যবসা করেছে, দর্শকদের ভালোবাসা দেখে আমি অভিভূত।’ এরপর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইধিকা বলেন, ‘প্রিয়তমা থেকে শুরু করে খাদান, বরবাদ—সব সিনেমাতেই দুই বাংলার দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার তুলনা হয় না। এই ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।’

১৯৯৮ সালের ২ জুলাই জন্ম নেওয়া ইধিকা পালের অভিনয়জীবন শুরু ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’-এর মাধ্যমে।

এরপর ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ ও ‘পিলু’-তে অভিনয় করে জনপ্রিয়তা পান। বিশেষ করে ‘রিমলি’ ধারাবাহিকে তার প্রধান চরিত্রের অভিনয় তাকে টেলিভিশন থেকে চলচ্চিত্রে নিয়ে আসে।

You might also like

Comments are closed.