বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন ধারণা দাচিয়ার ‘হিপস্টার কনসেপ্ট’
বিশ্বজুড়ে যখন বড় ও ভারী বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, তখন রোমানিয়ান গাড়ি নির্মাতা দাচিয়া নিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন ধারণার একটি গাড়ি। দাচিয়ার নতুন ‘হিপস্টার কনসেপ্ট’ গাড়িটি আকারে ছোট, ওজনে হালকা ও শহুরে জীবনের উপযোগী করে তৈরি করা হয়েছে। দাচিয়া বলছে, বৈদ্যুতিক গাড়ির প্রয়োজনীয় বিষয়গুলো নতুন করে ভাবার ফল এই কনসেপ্ট মডেল।
মাত্র তিন মিটার লম্বা এই গাড়িটি মিনি কুপারের চেয়েও ছোট হবে। ভেতরে চারটি আসন ও একটি বড় ট্রাঙ্ক থাকায় এটি ছোট পরিবারের জন্যও ব্যবহারযোগ্য হবে। দাচিয়ার বর্তমান স্প্রিং ইলেকট্রিক মডেলের তুলনায় এটি প্রায় ২০ শতাংশ হালকা। গাড়িটি তৈরিতে কম উপকরণ ব্যবহার করা হয়েছে, যা উৎপাদন প্রক্রিয়ায় শক্তি খরচও কমাবে। প্রতিষ্ঠানটির দাবি, এই পদ্ধতিতে প্রচলিত বৈদ্যুতিক গাড়ির তুলনায় হিপস্টারের কার্বন নিঃসরণ প্রায় অর্ধেকে নামানো সম্ভব হবে।
হিপস্টারের নকশা সরল হলেও কার্যকর। পাশের অংশ প্রায় খাড়া ও বক্স আকৃতির। সামনের অংশ উঁচু ও পেছনের হ্যাচটি প্রস্থজুড়ে বিস্তৃত, যাতে সহজে মালামাল উঠানো ও নামানো যায়। দরজার হ্যান্ডেলের জায়গায় দেওয়া হয়েছে স্ট্র্যাপ, সাইড প্যানেল তৈরি হয়েছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে, আর খরচ বাঁচাতে পুরো গাড়িতে একটি মাত্র রং ব্যবহার করা হয়েছে। এতে দাচিয়ার নকশায় উদ্ভাবনী চিন্তার ছাপও রয়েছে।
ভেতরের অংশেও একইভাবে মিনিমালিস্ট নকশা অনুসরণ করা হয়েছে। হালকা জালের মতো সিট, স্লাইডিং জানালা ও সামনের একটি ফ্রন্ট বেঞ্চ এর মূল বৈশিষ্ট্য। কেবিনে ব্যবহৃত হয়েছে দাচিয়ার ‘ইউক্লিপ’ মডুলার সিস্টেম, যার মাধ্যমে ব্যবহারকারী কাপ হোল্ডার, ল্যাম্প বা ব্লুটুথ স্পিকারের মতো সরঞ্জাম নিজে যোগ করতে পারবেন। চালকের স্মার্টফোনটি এখানে গাড়ির চাবি ও ড্যাশবোর্ডে সংযুক্ত করার পর ইনফোটেইনমেন্ট সিস্টেম হিসেবে কাজ করবে।
যদিও ‘হিপস্টার কনসেপ্ট’ এখনো কোনো প্রোডাকশন মডেলের পূর্বাভাস নয়। তবে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, দাচিয়া বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎকে হালকা, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব দিকেই নিয়ে যেতে চায়।

Comments are closed.