চিল্লাচ্ছিল কুকুর, নামাজে নানুভাই, গ্রেপ্তারের সময় নির্বাক পরীমণি!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়শই খবরের শিরোনাম হন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া নানা অতীত নিয়ে খোলামেলা আলোচনা করেন নায়িকা।
অনুষ্ঠানে সঞ্চালক পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। এ সময় নায়িকার মুখ থেকে উঠে আসে তার জেল জীবন প্রসঙ্গ।
বলে রাখা ভালো, ২০২১ সালের ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমণিকে। সে সময়ের দুঃসহ অভিজ্ঞতাই সাম্প্রতিক এই সাক্ষাৎকারে তুলে ধরেন পরীমণি।
জেলে যাবার আগ মুহূর্তের তথা অ্যারেস্টের সময়ের অনুভূতি জানিয়ে পরীমণি বলেন, ‘আমার জীবনটা কেমন ছিলো? আমার নানুভাই, আমার ছোট পোষ্য (কুকুর)-পুটু, আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাজ- এছাড়া আর কী? সে সময় পুটু চিল্লাচ্ছে। ও একটা বোবা প্রাণী, আমি নিজে বোঝাতে পারছিলাম না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে- কোনো উত্তর নেই। নানুভাই তাকিয়ে আছেন, ওনাকে কী বলব!’ হাসতে হাসতে পরীমণি বললেন, ‘উনি জায়নামাজে বসা, আমি কি বলব- তোমার নাতিকে ধরে নিয়ে যাচ্ছে মাদক মামলায়- মানে কীভাবে বলব!’
পরীমণি আরও বলেন, ‘তখন আমার মনে হচ্ছিল, এটাও একটা দেশান্তরী- মানে আমার জন্য। আমার সমস্ত স্বাধীনতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া।’
বিতর্কের বাইরে ঢাকাই সিনেমার এই গ্ল্যামার গার্লের এখন শোবিজ ও ব্যবসা নিয়েই ব্যস্ততা। চলতি বছরের শুরুর দিকে অনলাইনভিত্তিক ব্র্যান্ড ‘বডি’ চালু করেন এই নায়িকা। যেখানে মূলত মায়েদের মাতৃত্বকালীন ও নবজাতকের যত্নে প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করা হয়।
You might also like

Comments are closed.