কাউকে বিপদগ্রস্ত দেখলে যে দোয়া পড়বেন
বিপদ-আপদ কখন আসবে কেউ জানে না। এজন্য বিপদ-আপদ কিংবা দুশ্চিন্তা থেকে মুক্তি বা কোনোকিছু চেয়ে বরাবরই মুমিনরা সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে ধরেন। মহান আল্লাহ তা’আলাও খোদ ঘোষণা দিয়েছেন, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন না।
পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সূরা বাকারা, আয়াত: ১৮৬)।
খোদ রাসুলুল্লাহ (সা.)-ও আল্লাহর কাছে পানাহ চেয়ে দুই হাত তুলে দোয়া করতেন। উম্মতদেরও তিনি মহান রবের নিকট দোয়া করার পদ্ধতি জানিয়েছেন। যা বিভিন্ন সময়ে সাহাবায়ে-কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। এরমধ্যে আছে বিপদগ্রস্ত কাউকে দেখলে দোয়া করার বিষয়টিও।
ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- কেউ যদি কাউকে বিপদগ্রস্ত দেখে নিচের দোয়াটি পাঠ করে তবে সে যতদিন জীবিত থাকবে, ততদিন পর্যন্ত যেকোনো ধরনের বিপদ হোক না কেন, আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত রাখবেন। দোয়াটি হলো-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلاَكَ بِهِ وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً إِلاَّ عُوفِيَ مِنْ ذَلِكَ الْبَلاَءِ
বাংলা: আলহামদু লিল্লাহিল্লাজি আফানি মিম্মাবতারাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসিরি মিম্মান খালাকা তাগদিরান ইল্লা উয়ুফিয়া মিন জালিকাল বারায়ি।
অর্থ: সব প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে মুক্ত রেখেছেন সেই বিপদ থেকে যে বিপদে তোমাকে তিনি নিপতিত করেছেন। তিনি তার বহু সৃষ্টির ওপর মর্যাদা দিয়েছেন আমাকে। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ৩৮৯২; সুনান আত তিরমিজি, হাদিস: ৩৪৩১)

Comments are closed.