যুদ্ধবিরতির খবরের পরও গাজায় ইস/রায়েলি হা/মলা অব্যাহত

যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবরের পরও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পশ্চিমাঞ্চলে বোমা হামলা চালিয়েছে। যা আল-শাতি ক্যাম্পের একটি বাড়িতে আঘাত হানে। অপরদিকে, গাজার দক্ষিণে সাবরা পাড়ায় একটি বাড়ির কাছে বিস্ফোরণ ঘটায়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, হামাস যুদ্ধবিরতির ২০ দফা চুক্তির সাথে সম্মত হওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। তবে এই আহ্বান উপেক্ষা করে তেলআবিব তাদের আগ্রাসন জারি রাখে।

অপরদিকে, আজ সকালে মার্কিন প্রেসিডেন্টসহ মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেন প্রস্তাবিত ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ বাস্তবায়নে সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল।

ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, গাজায় স্থায়ী শান্তির পথে কাজ করবে চুক্তির প্রথম ধাপ। সব পক্ষই পাবে ন্যায্যতা। এতে কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানান ট্রাম্প। চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে শনি কিংবা রোববার মিশর যেতে পারেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ- যুদ্ধবিরতি নিয়ে আশায় বুক বেঁধেছেন ফিলিস্তিনিরা। আশা করছেন খুব দ্রুতই আবার স্বাভাবিক জীবনে প্রবেশ করবেন তারা।

You might also like

Comments are closed.