সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন
সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য নিলামে তীব্র প্রতিযোগিতা হয় ক্রেতাদের মধ্যে। অবশেষে বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ১১ লাখ টাকায় বিক্রি হয়েছে বাজপাখিটি।
আরও পড়ুন
প্রদর্শনীর অংশ হিসেবে বিভিন্ন জাতের বাজপাখির মধ্যে মঙ্গোলিয়ান বাজপাখিই সবার পছন্দের শীর্ষে ছিল বলে জানায় আয়োজকরা। নিলামে দুইটি বাজপাখির সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। প্রথমটি ছিল একটি ‘হুর ফারখ’ (বয়সে কম)—যেটির নিলাম শুরু হয় ৭০ হাজার রিয়াল থেকে এবং বিক্রি হয় ১ লাখ ২৮ হাজার রিয়ালে।
দ্বিতীয়টি ছিল ‘হুর কারনাস’ (প্রাপ্তবয়স্ক বাজপাখি)—যেটির নিলাম শুরু হয় ১ লাখ রিয়াল থেকে এবং বিক্রি হয় ৬ লাখ ৫০ হাজার রিয়ালে। এটিই এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি।

Comments are closed.