শিকাগোতে বিক্ষোভের মুখে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন

স্থানীয় প্রশাসনের চরম আপত্তি আর বিক্ষোভের পরও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোয়। মঙ্গলবার (৭ অক্টোবর) শহরটিতে প্রবেশ করেছে কয়েক শ’ সেনা। খবর সিএনএনের।

এমন পদক্ষেপে ক্ষোভ ঝেড়েছেন ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিৎজকার। তিনি বলেন, অযাচিত হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।

অবৈধ অভিবাসীদের দমনের নামে ডেমোক্র্যাট শাসিত শহরগুলোয় বেশ কিছুদিন ধরেই অভিযান চালাচ্ছে অভিবাসন বিষয়ক সংস্থা আইস। এরই অংশ হিসেবে শিকাগো শহরে ‘লাগামহীন অপরাধ’ দমনের অজুহাতে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনের সিদ্ধান্ত জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এমন পদক্ষেপের বিরুদ্ধে কিছুদিন আগেই আদালতের দ্বারস্থ হয় ইলিনয় অঙ্গরাজ্য ও শিকাগো শহর।

পরিসংখ্যান বলছে, শহরটিতে উল্লেখযোগ্য হারে কমেছে হত্যাকাণ্ডসহ ম্যাস শুটিংয়ের ঘটনা।

You might also like

Comments are closed.