আর্জেন্টিনার ম্যাচ ভ্যেনু পরিবর্তন

শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে পুয়ের্তো রিকোর বিপক্ষে পরিবর্তন হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ ভেন্যু। বিষয়টি জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল।

জানা গেছে, শিকাগোতে বর্তমানে অভিবাসী দমন অভিযানের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। হেলিকপ্টার ব্যবহার করে হামলা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, এমনকি সাধারণ নাগরিক ও স্থানীয় নেতাদের গ্রেফতার করা নিয়ে শহরে ছড়িয়েছে উত্তেজনা।

এমন পরিস্থিতিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শিকাগো থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে মায়ামিতে। আর এ ম্যাচের সম্ভাব্য ভেন্যু মায়ামির চেজ স্টেডিয়াম বলেও জানিয়েছেন এদুল। এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি আর্জেন্টিনা খেলবে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে।

You might also like

Comments are closed.