ক্যাটরিনার মা হওয়া নিয়ে উদ্বিগ্ন পরিবার
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ে ও সন্তান নিয়ে ভাবনা নতুন নয়। ২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ের প্রায় এক দশক আগে থেকেই অভিনেত্রী পরিবার-পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন— সংসার, স্বামী ও সন্তানকে তিনি বরাবরই বেশি গুরুত্ব দেন।
সামাজিক মাধ্যমে সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন ৪২ বছর বয়সি ক্যাটরিনা কাইফ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই প্রথম সন্তান আসতে চলেছে অভিনেত্রীর কোলে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ক্যাটরিনা কাইফ ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল একটি পোস্টে তাদের ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন। এতে তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলেও, একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে বলে জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।
একটি সূত্র জানায়, ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এ দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন।
সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি তাদের অনাগত সন্তানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা সাদা পোশাকে আছেন এবং ভিকি তার উদর স্পর্শ করে আছেন। ছবিটি প্রকাশ করে তারা লিখেছেন— আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।
ভিকির ভাই সানি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভাই-ভাবির এ সুখবর নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের পরিবারের সবাই ভীষণ খুশি। তবে পাশাপাশি কিছুটা চিন্তিতও। সানি বলেন, এটা তো খুশির খবর। সবাই খুব খুশি। তবে একই সঙ্গে সবাই খুব চিন্তিত এ জন্য যে, আমরা সবাই ওই দিনটির অপেক্ষায়।

Comments are closed.