কোলে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে শিশুকে ধ/র্ষণ
শরীয়তপুরের গোসাইরহাটে কোলে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে সাড়ে তিন বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের দাতরা গ্রামের সাইখ্যা বাজারের মোড় এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে রাতেই শিশুটির বাবা বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, প্রতিদিনের মতো বিকালে শিশুটি অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে যায়। সন্ধ্যায় শিশুটি তার নিজ ঘরে যাওয়ার সময় কিশোর তখন বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এ সময় শিশুটিকে কোলে নিয়ে বলে- আমি দোকান থেকে চা খেয়ে আসছি। এই বলে তাকে নির্জন জায়গায় নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি মারাত্মক অসুস্থ হয়। পরে শিশুটি কান্না করলে অভিযুক্ত কিশোর পরিবারের কাছে দিয়ে চলে যায়।
পরে পরিবারের লোকজন শিশুটি শারীরিক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার জন্য কর্মরত চিকিৎসক পরামর্শ দেন।
গোসাইরহাট থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ঘটনার পরদিন তাকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments are closed.