রংপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত

টানা বৃষ্টির মধ্যেই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হঠাৎ আঘাত হেনেছে এক শক্তিশালী ঘূর্ণিঝড়। রোববার (৫ অক্টোবর) সকালে আঘাত হানা এই ঝড়ে উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে অন্তত ৮০০ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি ও বহু গাছপালা ভেঙে পড়েছে। এছাড়াও আগাম আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে, যাদের মধ্যে শিশু শিক্ষার্থীও রয়েছে।
আলমবিদিতর ইউনিয়নের কুতুব হাজীরহাটের বাসিন্দা নাজমুল আমিন জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে তাঁর পাকা ঘর ভেঙে গেছে এবং ঘরের টিন উড়ে গেছে। তাঁর ছেলে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাফি, মাথা ফেটে যাওয়ায় ও পা ভেঙে যাওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। নোহালী ইউনিয়নের সরদারপাড়ার ফনি বেওয়া বলেন, তাঁর দুটি ঘরই উড়ে গেছে, এখন তিনি কোথায় থাকবেন তা নিয়ে অনিশ্চয়তায় আছেন।
নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী জানান, তাঁর ইউনিয়নে প্রায় ৪০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলমবিদিতর ইউনিয়নের প্রশাসক আফতাবুজ্জামান চয়ন জানান, তাঁদের ইউনিয়নে প্রায় ৩০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ক্ষতিগ্রস্তদের মধ্যে ইতোমধ্যেই শুকনো খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের বাড়িঘর সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
You might also like

Comments are closed.