ছুটি শেষে চাকসু প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস

পূজোর ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে আবারও সরব হয়ে উঠছে চাকসু প্রার্থীদের প্রচারণা কার্যক্রম।
রোববার সকাল ১০ টা থেকে ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিত প্যানেল সহ অন্যান্য প্রার্থীরাও প্রচারণা কাজ শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের অনুষদ, ঝুপড়ি, স্ট্যাশন, শাটল সবখানেই ভোটারদের কাছে নিজেদের ইশতেহার ও ব্যালট নাম্বারসহ লিফলেট পৌঁছে দিচ্ছেন। চেয়ে নিচ্ছেন দোয়া এবং তাদের মূল্যবান ভোট। তবে সবেমাত্র বিশ্ববিদ্যালয় খোলায় এখনো শিক্ষার্থীরা সকলে ক্যাম্পাসে ফিরে আসেনি। প্রচারণা পুরোপুরি জমে উঠতে আরও দুই-তিন দিন সময় লাগবে বলে মনে করছেন প্রার্থীরা।
সকাল থেকে প্রচারণা কাজ শুরু করা অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা বলছেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। যাদেরকে আমরা প্রচারণা পত্র দিচ্ছি সকলেই স্বানন্দে গ্রহণ করছেন। আমরা মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। তবে পুরোপুরি আমেজ তৈরি হতে আরও কিছুদিন সময় লাগবে।
দুর্গাপূজার ছুটিতে প্রচারণা কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়লেও একেবারেই বন্ধ ছিলো না। প্রার্থীরা হলে অবস্থান করা শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করার পাশাপাশি অনলাইনে চালিয়েছেন প্রচারণা কার্যক্রম।
সর্বমোট ৯০৭ জন প্রার্থী ব্যালট নাম্বার সহ চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে ৪১৫ জন কেন্দ্রীয়তে, ৪৭২ জন হল সংসদে এবং ২০ জন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল সংসদ নির্বাচন।
You might also like

Comments are closed.