কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি কাজের বাইরেও ব্যক্তিজীবনের খুঁটিনাটি নিয়ে সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন। ভক্তদের কৌতূহলের শেষ নেই তাকে ঘিরে। সম্প্রতি প্রথমবারের মতো নিজের জীবনের অজানা এক ঘটনা প্রকাশ করে সবাইকে চমকে দিলেন তিনি। নায়িকার স্বীকারোক্তি প্রখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে দেখেই একসময় হঠাৎ পালিয়ে গিয়েছিলেন তিনি! ভক্ত মনে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে কেন এমনটা করেছিলেন পরীমণি?

দেশের এক গণমাধ্যমের পডকাস্ট অনুষ্ঠানে উঠে আসে পরীমণির জীবনের অজানা নানা গল্প ।

সেখানে পরী জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলেন; সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখেন পরীমণি। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে যান, আর ফেরেননি। প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথা তুলে ধরেছেন।

পডকাস্টে পরীমণি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার দুই সন্তান পুন্য ও প্রিয়মের জন্যই তার জীবনে এই পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের কোনো অভ্যাস না থাকলেও এখন তিনি নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে।

মজার ছলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

You might also like

Comments are closed.