ভারত সফর নিয়ে ভক্তদের উদ্দেশে মেসির বার্তা
চলতি বছরের শেষ দিকে ব্যক্তিগত সফরে ভারতে আসবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আর এই সফর নিয়ে এতদিন চুপ থাকলেও এবার উচ্ছাস প্রকাশ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই কথা জানান ৩৮ বছর বয়সী এই ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
মেসি লিখেছেন, এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি ও সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।
তিনি বলেন, এই ইভেন্টগুলোর টিকিট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকাদের ও শীর্ষ ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।
আরও পড়ুন
আয়োজকদের ঘোষণানুসারে, আগামী ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন তিনি। এরপর সফরের অংশ হিসেবে যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি। সফরসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
এর আগে, সবশেষ ২০১১ সালে ভারতে গিয়েছিলেন মেসি। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।
এদিকে আগামী নভেম্বরে ভারতের কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে সেই সফরে মেসি দলের সঙ্গে থাকবেন কি না কিংবা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।

Comments are closed.