এআই ব্রাউজারের দৌড়ে যোগ দিতে ‘নিয়ন’ আনল অপেরা

‘নিয়ন’ নামে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে অপেরা। সরাসরি ওয়েব পেজেই কোড লেখা, ফরম পূরণ করা কিংবা একাধিক সাইটের তথ্য তুলনা করে দেবে নিয়ন।

‘নিয়ন’ নামে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে অপেরা। সরাসরি ওয়েব পেজেই কোড লেখা, ফরম পূরণ করা কিংবা একাধিক সাইটের তথ্য তুলনা করে দেবে নিয়ন। ব্রাউজারটির বিশেষ ফিচার ‘নিয়ন ডু’ ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে ঘোরাঘুরি করতে পারে। যেমন কোনো লিংকে ক্লিক করা, তথ্য খুঁজে বের করা ইত্যাদি। এআই ব্রাউজারের বাজারে এরই মধ্যে পারপ্লেক্সিটি এআই এনেছে ‘কমেট’, আর্ক উন্মোচন করেছে ‘ডিয়া’ এবং ওপেনএআইও নিজেদের নতুন ব্রাউজার আনার প্রস্তুতি নিচ্ছে। সাধারণ ব্রাইজারের এআই ব্রাউজার শুধু তথ্য দেখায় না, ব্যবহারকারীর হয়ে কাজও সম্পন্ন করে। খবর রয়টার্স

You might also like

Comments are closed.