পূজার সাজে অপরূপ মিম
শারদীয় দুর্গোৎসব মানেই বাঙালি নারীর সাজে শাড়ির অপরিহার্য উপস্থিতি। এ যেন উৎসবের সঙ্গে চিরায়তভাবে জড়িয়ে থাকা এক আবেগ। এবারও সেই ঐতিহ্যকে নিজের মতো করে রাঙিয়ে তুললেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি: মিমের ফেসবুক থেকে
-
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্রতিমা দর্শন আর পূজার আড্ডায় তিনি বেছে নিয়েছেন একেবারেই গ্ল্যামারাস একটি শাড়ি।
-
সাদা জমিনে সোনালি মোটিফের নকশা, তার সঙ্গে লাল পাড়জুড়ে ঝলমলে সোনালি সিকুইনের কাজ-পুরো আভিজাত্য যেন এক ফ্রেমেই ধরা দিয়েছে।
-
শাড়ির পাশাপাশি তার ব্লাউজটিও ছিল সমান মনকাড়া।
-
লাল রঙের পিঠখোলা ব্লাউজে সূক্ষ্ম সোনালি কারুকাজ তাকে দিয়েছে ভিন্ন আবেদন।
-
শাড়ির সঙ্গে মিলিয়ে হাতে লাল চুড়ির গোছা, কানে ঝুলানো বড় ঝুমকা আর খোঁপায় গুঁজে দেওয়া লাল গোলাপ-সবকিছু মিলেই তার সাজে যুক্ত হয়েছে এক পূর্ণতা।
-
মেকআপেও ছিল পরিমিত অথচ মোহনীয় স্পর্শ।
-
চোখে সোনালি আইশ্যাডো ও আইলাইনার, কপালে ছোট্ট লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক-সঙ্গে আত্মবিশ্বাসী হাসি।
-
পূজার সাজে লাক্সসুন্দরী হয়ে উঠেছেন একেবারেই অনন্যা।
-
ছবিগুলোর ক্যাপশনে মিম নিজেই লিখেছেন, ‘পূজা লুক’।
-
উৎসবের রঙে ভরা এমন দিনে এই সাজ যেন ঠিক তেমনই যা একজন বাঙালি নারীর ঐতিহ্য আর আধুনিকতার মিশ্রণকে সুন্দরভাবে উপস্থাপন করে।

Comments are closed.