ডিস্কোর ঝলমলে সাজে নজরকাড়া টয়া
ছোট পর্দার জনপ্রিয় মুখ মুমতাহিনা চৌধুরী টয়া সবসময়ই স্টাইল ও ফ্যাশনে নজর কাড়েন। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি লুক মুহূর্তেই অনুরাগীদের মুগ্ধ করে। সম্প্রতি টয়া দর্শকদের অবাক করলেন ডিস্কো থিমের এক গ্ল্যামারাস সাজে। ছবি: টয়ায় ইনস্টাগ্রাম থেকে
-
টয়ার পরনের সোনালি রঙের ঝকঝকে পোশাকটি ছিল স্টোন, বিডস ও সিকুইনের কারুকার্যে ভরপুর।
-
টপের হাতা এবং কোমরের অংশে শিয়ার ফেব্রিকের ব্যবহার পুরো সাজকে দিয়েছে আধুনিক ও হালকা স্বচ্ছন্দতার ছোঁয়া।
-
ছোট ছোট ক্রিস্টাল স্টোনের এমব্রয়ডারি লুকটিকে আরও বেশি চমক দেয়।
-
টয়ার লুকটিকে পূর্ণ করেছে তার কানের ঝুলন্ত সোনালি দুল, গলায় মিনিমাল নেকপিস আর হাতে স্টেটমেন্ট আংটি।
-
মেকআপে তিনি গ্ল্যামারাস ফিনিশ বেছে নিয়েছেন। স্মোকি আই, সাহসী লাল লিপস্টিক ও হাইলাইটেড চিকবোন পুরো সাজকে দিয়েছে ডিভা ফিনিশ।
-
চুল উঁচু পনিটেল স্টাইলে বাঁধা, যা লুকটিকে দিয়েছে একসাথে এলিগ্যান্ট এবং মডার্ন টাচ। ডিস্কো থিমের এই ঝলমলে সাজে টয়া একবারে সবার নজর কেড়ে নিয়েছেন।

Comments are closed.