সোনালির আভায় ঝলমলে সারিকা

সোনালি আভায় ঝলমল করে উঠলেন অভিনেত্রী সারিকা সাবাহ। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে তাকে দেখা গেল একেবারে রাজকীয় সাজে, যেখানে শাড়ি থেকে শুরু করে গয়না ও মেকআপ-সবখানেই ফুটে উঠেছে সোনালি ছোঁয়া। ছবি: সারিকার ইনস্টাগ্রাম থেকে

 

 

You might also like

Comments are closed.