লালপাড়ের সাদা শাড়িতে মায়াবী পূজা চেরী

পূজার সাজে শাড়ির গুরুত্ব চিরকালীন। সাদা শাড়ির সঙ্গে লালের ছোঁয়া যেন পূজার আবহকে আরও নিবিড় করে তোলে। সম্প্রতি তরুণ অভিনেত্রী পূজা চেরী ঠিক এমনই সাজে ধরা দিলেন ভক্তদের সামনে। লালপাড়ের সাদা শাড়ি, খোলা চুল আর একেবারেই মিনিমাল মেকআপে তার উপস্থিতি যেন এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

 

 

You might also like

Comments are closed.