বাংলাদেশ শিশু হাসপাতালে ৬৫ পদে নিয়োগ, আবেদন যেভাবে

অর্ধশতাধিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আবাসিক মেডিকেল। প্রতিষ্ঠানটি তাদের ৬ ক্যাটাগরির মেডিকেল অফিসার পদে ৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত (সোমবার) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি

পদের নাম ও বিবরণ

১. আবাসিক মেডিকেল অফিসার (শিশু মেডিসিন)

পদসংখ্যা : ৩৫

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু মেডিসিনের ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

২. আবাসিক মেডিকেল অফিসার (শিশু সার্জারি)

পদসংখ্যা : ২১

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

৩. আবাসিক মেডিকেল অফিসার (শিশু এনেসথেসিয়া)

পদসংখ্যা : ২

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু এনেসথেসিয়ার ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

 

৪. আবাসিক মেডিকেল অফিসার (ইএনটি)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। শিশু ইএনটির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

 

৫. আবাসিক মেডিকেল অফিসার (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

পদসংখ্যা : ৩

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড: (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

 

৬. আবাসিক মেডিকেল অফিসার (প্যাথলজি)

পদসংখ্যা : ২

শিক্ষাগত যোগ্যতা : বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি। ক্লিনিক্যাল প্যাথলজির ওপর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে (যা বিএমইউ/বিসিপিএস কর্তৃক স্বীকৃত হতে হবে)।

বেতন স্কেল ও গ্রেড : (নবম গ্রেড) ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

বয়সসীমা (সব পদের ক্ষেত্রে)

সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের নিয়ম

আবেদন ফরম থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অধ্যাপক মো. মাহবুবুল হক (পরিচালক), বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বরাবর প্রেরণ করতে হবে।

আবেদন ফি

২,০০০/- টাকা (পে-অর্ডার/ব্যাংক ড্রাফট)

 

আবেদনের শেষ সময়

১৩ অক্টোবর ২০২৫

 

নির্দেশনা

১. লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না

২ . খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

৩. উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

You might also like

Comments are closed.