প্রতিনিয়ত ভুল করছি : তমা মির্জা
অভিনয় নিয়ে তমা মির্জা বলেন, ‘আমি এখনো অভিনয় শিখছি।
তমা বলেন, ‘আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি।
গানের শ্রোতা হিসেবে সরস হলেও গানের গলা নিয়ে সন্তুষ্ট নন তমা। তার ভাষ্য, ‘রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালিও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।
‘বলো না তুমি আমার’র মধ্যদিয়ে ২০১০ সালে সিনেমায় পথচলা শুরু করেন তমা মির্জা।

Comments are closed.