‘ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না’

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি সবসময়ই নিজেকে রেখেছেন আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়—তার প্রায় সবকিছুই ভক্তদের নজরে থাকে। তবে এবার এক বিস্ফোরক মন্তব্যের জেরে তিনি এসেছেন খবরের শিরোনামে।

পোস্ট করে স্বস্তিকা মুখার্জি লিখেছেন, ‘শুভ নবমী এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার আমি অনুভব করি এটা যোগ্য নয়, ট্রলিং এখন আর ট্রলিংও নয়।’

You might also like

Comments are closed.