নওশাবার টালিউড যাত্রা

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আসছে নতুন চমক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে অনীক দত্তের আলোচিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ছবির হাত ধরেই টালিউডে অভিষেক ঘটেছে বাংলাদেশের প্রতিভাবান অভিনেত্রী কাজী নওশাবার। নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমানো এক বাংলাদেশি মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। আরও বড় চমক এই ছবিতে তার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।

প্রথম টালিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

নওশাবার কাছে তার অভিনীত সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা নিয়েও নানা প্রশ্ন করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার দুর্গাপূজা উপলক্ষে থিম্যাটিক ফটোশুট করেছেন। ‘

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্গা সেজে রাস্তায় ঘুরতে পারেন?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, একেবারেই পারি। এই জুলাই আন্দোলনের পরপরও দুর্গাকে নিয়ে একটা শুট করেছি। আমাদের কিছু বিক্ষিপ্ত ঘটনাকে বড় করে দেখানো হয়। আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করছি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছেন। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা এভাবেই থাকি।’

নওশাবা আরও বলেন, ‘ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরান ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে, ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। আর এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার ও ট্রেলারও।

You might also like

Comments are closed.