ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ৪ দিন বন্ধ
আজ ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, আগামীকাল বিজয়া দশমী উপলক্ষ্যে ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার এবং ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সব মিলিয়ে চার দিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকছে। আগামী রোববার (৫ অক্টোবর) থেকে সব খুলবে।
তবে এই সময়ে চালু থাকছে সব ধরনের ডিজিটাল লেনদেন ব্যবস্থা। এটিএম বুথ থেকে টাকা তুলতে ও লেনদেন করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু আছে। পাশাপাশি মোবাইলে আর্থিক সেবাও পাওয়া যাচ্ছে।
সারাদেশে ব্যাংকগুলোর ১২ হাজার ৮১৪টি এটিএম বুথ এবং ৭ হাজার ৬৪৩টি সিআরএম রয়েছে। ব্যাংকগুলো সাড়ে ৪ কোটি ডেবিট কার্ড ইস্যু করেছে।

Comments are closed.