আবারও ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান
আবারও ক্রিকেট মাঠে দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। আগামী রোববার (৫ অক্টোবর) শ্রীলংকার রাজধানী কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
রাজনৈতিক বৈরিতার কারণে বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারতে দল পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে ভারতের সঙ্গে শ্রীলংকায় মুখোমুখি হবে ফাতিমা সানার দল।
ইতিহাস বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের ২৭বার লড়াইয়ের মধ্যে ২৪টিতে জয় পেয়েছে ভারত, আর পাকিস্তান জিতেছে মাত্র তিনটিতে। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০২১ নারী বিশ্বকাপে। সেই ম্যাচে পাকিস্তানকে ১০২ রানে হারিয়েছিল ভারত।
নারীদের ওয়ানডে বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে ভারতে, তবে পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। কারণ, বর্তমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না।

Comments are closed.