তথ্যপ্রযুক্তি পরামর্শক নেবে অগ্রণী ব্যাংক

তথ্যপ্রযুক্তি পরামর্শক পদে একজন জনবল নেবে অগ্রণী ব্যাংক পিএলসি। ২৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী মাসের ৮ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৪ বছর সিনিয়র পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক।

বয়সসীমা: ৪৫-৬০ বছর।

চুক্তির মেয়াদ: ২ বছর (তবে সন্তোষজনক পারফরমেন্স সাপেক্ষে নবায়নযোগ্য)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন পদ্ধতি: যোগ্য প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পাশাপাশি সফট কপি ই-মেইল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যয়নপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠানোর পর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি gmadmin@agranibank.org ঠিকানায় ই-মেইলে অবশ্যই পাঠাতে হবে।

ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, এইচইআর প্ল্যানিং, এমপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পার্টনারশিপ, প্রধান কার্যালয়, ৯/টি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা।

আবেদনের সময়সীমা: ৮ অক্টোবর, ২০২৫ পর্যন্ত।

You might also like

Comments are closed.