প্রতিনিয়ত ভুল করছি : তমা মির্জা

এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন এই নায়িকা। নিজেকে তিনি এখনো একজন শিক্ষানবিশ মনে করেন।
অভিনয় জীবন নিয়ে তমা মির্জার মন্তব্য, ‘আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরো ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।’
গান শোনার প্রতি নিজের তীব্র ভালোবাসার কথা জানিয়ে নায়িকা বলেন, ‘আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই আমার থাকে ফ্রি টাইম, কাজ নেই, আমার দেখা যায় হয় আমি মুভি দেখি না হলে গান শুনি।’
‘রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালীও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।’
তমার ভাষ্যে, ‘আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেয় নাই। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছে, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।’
You might also like

Comments are closed.