সৈয়দ মঞ্জুর এলাহী সস্ত্রীক করোনায় আক্রান্ত
দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন। তবে মঞ্জুর এলাহী বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, বর্তমানে মঞ্জুর এলাহীর অবস্থা স্থিতিশীল। দুই-তিন দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী নিলুফার মঞ্জুর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

Comments are closed.