বলিউডে কাজের অভিজ্ঞতার কথা জানালেন তৃপ্তি দিমরি

সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিম্যাল’–এ নজরকাড়া অভিনয়ের পর থেকেই আলোচনায় তৃপ্তি দিমরি। বলিউডে নিজের যাত্রা ও লড়াইয়ের গল্প শেয়ার করলেন তিনি ফিল্মফেয়ারের এক সাম্প্রতিক সাক্ষাৎকারে।
শিল্পে বাইরের মানুষ হয়ে কাজ পেতে কতটা কঠিন জানতে চাইলে তৃপ্তি বলেন, আসলে চ্যালেঞ্জ সবার জন্যই একরকম। শুরুতে দিনে তিন-চারটা করে অডিশন দিতাম প্রায় দেড় বছর ধরে।
অডিশন আমাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর চেয়েও বেশি নার্ভাস করে তোলে, কারণ সেখানে এক-দুই টেকেই চরিত্র ফুটিয়ে তুলতে হয়। এত মানুষের সামনে কম ব্রিফিং নিয়েই চরিত্রকে জীবন্ত করে তুলতে হয়।
তিনি আরও বলেন, এরপর কাজ মিললে আরেকটা নতুন দায়িত্ব আসে কাজে সবসময় নতুনত্ব ধরে রাখতে হয়, যাতে দর্শকও বিরক্ত না হয়। আমিও পারফর্ম করতে করতে ক্লান্ত না হই।
এটাকেই আমি আশীর্বাদ মনে করি, কারণ অসংখ্য প্রতিভাবান মানুষ এখনও সুযোগ পাননি।
২০১৭ সালে সানি ও ববি দেওল অভিনীত ও শ্রেয়াস তালপাড়ের পরিচালনায় পোস্টার বয়েজ সিনেমাতে বলিউডে পা রাখেন তৃপ্তি। পরে লায়লা-মজনু, বুলবুল ও কলায় অভিনয় করেন।
অ্যানিম্যাল–এ সহ-অভিনেত্রী হিসেবে তার ঝলকই এনে দেয় ক্যারিয়ারের বড় ব্রেক। সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ধড়ক টু–এ তাকে শেষবার দেখা গিয়েছে, যা ইতোমধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
You might also like

Comments are closed.