আজই বিয়ে করছেন সেলেনা গোমেজ

দীর্ঘদিনের প্রেমালাপের পর অবশেষে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন হলিউডের অন্যতম তারকা আলোচিত জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো।
তাদের বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির মন্টেসিটোর এক গোপনীয় ব্যক্তিগত এস্টেট। আর এ আয়োজন ঘিরে এখন গোটা বিনোদন দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।
বিয়ের প্রস্তুতি ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ছবি। সেখানেই ধরা পড়েছে এক অন্য রকম আবহ আউটডোর লাউঞ্জ, ককটেল কর্নার, পপ-আপ গুরমে কিচেন আর চারপাশে পামগাছ ঘেরা সাদা মার্কি টেন্ট। সব মিলিয়ে আয়োজনটি যেন ক্যালিফোর্নিয়ার আভিজাত্য ও গ্ল্যামারের নিখুঁত প্রতিচ্ছবি।
তবে আয়োজন যত বড়ই হোক, দম্পতি চাইছেন গোপনীয়তাকেই প্রাধান্য দিতে। অতিথিদের সঠিক ভেন্যু জানানো হয়নি। হোটেল থেকে শাটল বাসে করে নিয়ে যাওয়া হবে তাদের নির্ধারিত জায়গায়। প্রায় ১৭০ জন ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন এই তারকা জুটির বিশেষ দিনে।
অতিথি তালিকাও কম চমকপ্রদ নয়। সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট ও প্যারিস হিলটন থেকে শুরু করে ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সহ-অভিনেতা মার্টিন শর্ট ও অ্যাশলে পার্ক সবাই থাকছেন এই আয়োজনে।
এন্টারটেইনমেন্ট টুনাইট’ জানিয়েছে, বিয়ের আগের রাতে ইতোমধ্যেই হয়েছে রিহার্সেল ডিনার। আর আজকের মূল আয়োজনে সেলেনার পাশে থাকবেন তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বান্ধবীরা, যারা হবেন ব্রাইডসমেড। তবে বিয়েতে সেলেনা ও বেনি কি পোশাক পরবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
You might also like

Comments are closed.