শ্রীদেবীর ছায়াতলেই নিজেকে খুঁজছেন জাহ্নবী কাপুর!

বলিউডে অভিষেকের পর থেকেই জাহ্নবী কাপুরের ওপর এক অদৃশ্য চাপ কাজ করছে। কারণ তিনি কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা। মায়ের বিশাল উত্তরাধিকারের সঙ্গে নিজের পথচলার প্রতিটি ধাপে তাঁকে মেলাতে হয়। সম্প্রতি আসন্ন ছবি সানি সংস্কারী কি তুলসী কুমারী- এর প্রচারণায় এসে সেই চাপের কথাই অকপটে জানালেন জাহ্নবী।

তিনি বলেন, শ্রীদেবীর উচ্চতায় পৌঁছানো কার্যত অসম্ভব। চার বছর বয়স থেকে শুরু করে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা শ্রীদেবী ছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য নাম। মায়ের সেই স্থায়ী আসন ছুঁতে চাওয়ার বদলে জাহ্নবীর লক্ষ্য হলো বাবা-মাকে গর্বিত করা এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়া। তাঁর ভাষায়, “আমি শুধু চাই, মায়ের উত্তরাধিকারকে যেন কখনো অসম্মানিত না করি।”
শ্রীদেবীকে আজও মনে করা হয় ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজন হিসেবে। সেই বিশাল ছায়াতলেই নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন জাহ্নবী। ধীরে ধীরে তিনি বলিউডে নিজের আলাদা অবস্থান গড়ে তুলছেন।
সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন পরম সুন্দরী ছবিতে, যেখানে সহশিল্পী ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি সানি সংস্কারী কি তুলসী কুমারী, যেখানে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, রোহিত সরাফ ও সান্যা মালহোত্রাও। শুধু তাই নয়, কালই মুক্তি পাচ্ছে জাহ্নবীর আরেকটি ছবি হোমবাউন্ড, যেখানে তাঁর সঙ্গে আছেন ঈশান খট্টর ও বিশাল জেঠওয়া। নতুন প্রজন্মের এই অভিনেত্রী যেন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন নিজের আলাদা পরিচয় গড়ার পথে।
You might also like

Comments are closed.