ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অ/ঙ্গ কাটলেন স্ত্রী
বগুড়ায় দ্বিতীয় বিয়ে করা নিয়ে বিরোধে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে চাকু দিয়ে গোপনাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারোপুর স্কুলপাড়ার বাড়ির শয়ন ঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম রাজু মণ্ডল (৪২)। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর বাকপ্রতিবন্ধী স্ত্রী তানজিলা আকতার পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পেশায় গাড়িচালক রাজু মণ্ডল বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারোপুর স্কুলপাড়ার হাছেন আলীর ছেলে। তার প্রথম স্ত্রী বাকপ্রতিবন্ধী তানজিলা আকতার চার সন্তানের মা। রাজু মিয়া প্রায় এক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে রাজু মণ্ডলের দাম্পত্য কলহ চলে আসছিল।
বুধবার রাতে গাড়ি চালিয়ে রাজু বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে বিছানায় ঘুমিয়ে পড়েন। বেলা ১১টার দিকে তানজিলা ওড়না দিয়ে তার হাত-পা বাঁধেন। এরপর চাকু দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলেন। স্বজনরা টের পেয়ে গুরুতর অবস্থায় রাজু মণ্ডলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন। ঘটনার পরপরই তানজিলা কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, গাড়িচালক রাজু মণ্ডলের প্রথম স্ত্রী তানজিলা বাকপ্রতিবন্ধী। দ্বিতীয় বিয়ে করা নিয়ে দাম্পত্য কলহের জেরে তিনি ঘুমন্ত অবস্থায় হাত-পা বেঁধে গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে যান। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। আহত রাজু মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা পেলে তদন্তসাপেক্ষে জড়িত স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.