এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়।

বৃহস্পতিবার সকালে বন্দরের ফয়সাল ফিসে নিলামের মাধ্যমে এ মাছটি বিক্রি করা হয়। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে শহিদ মাঝি নামের এক জেলের জালে অন্যান্য মাছের সাথে এই বড় ইলিশটি ধরা পড়ে।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল জানান, বড় সাইজের ইলিশ তেমন পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৫ হাজার ৬০০ টাকা দরে এক মৎস্য ব্যবসায়ী ১৪ হাজার টাকায় ক্রয় করেছেন। তিনি আরও জানান, সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। খুব একটা বেশি মাছও পাচ্ছে না জেলেরা। এমন সাইজের দু’একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।

মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক বলেন, অন্যান্য মাছের সাথে ইলিশটি ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আশাকরি ভাল দাম পাবো।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

You might also like

Comments are closed.