ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারটি কল্পিত, দাবি বিএনপির
ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বিএনপি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। এটির শিরোনাম ছিল ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’। এটি মিথ্যা ও মনগড়া।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিব সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা।
ভারতের ওই গণমাধ্যমে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত’, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া উচিত’সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে। পরে এ নিয়ে গতকাল মঙ্গলবার দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হয়।
তবে সাক্ষাৎকার দেওয়ার কথা অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব।

Comments are closed.