মেকআপ আর্টিস্টের মন্তব্যে ভেঙে পড়েছিলেন ইয়ামি
বলিউড তারকা ইয়ামি গৌতম খোলামেলা জানালেন, কেরিয়ারের শুরুর দিকে সৌন্দর্য নিয়ে কত চাপ সহ্য করতে হয়েছে তাঁকে। এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সিনিয়র মেকআপ আর্টিস্ট তাঁকে বলেছিলেন ভ্রুর আকৃতি পাল্টে ফেলতে— তাতে তিনি নাকি আরও “কুল আর এজি” দেখাবেন। মন্তব্যটি তাঁকে ভীষণ হতাশ করেছিল। ইয়ামি বলেন, “আমার হৃদয় ভেঙে গিয়েছিল… আমি শুধু বলেছিলাম, আসুন এগিয়ে যাই আর কাজটা করি।”


Comments are closed.