আসরে টিকে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-পাকিস্তান

আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার ফোরের ম্যাচে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আসরে পরাজয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করেছে দু’দল। গ্রুপ পর্বে টানা তিন জয়ে সুপার ফোরে পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় লঙ্কানরা। আর গ্রুপপর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে যায় পাকিস্তান।

তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারে সালমান আঘার দল। এবার জয় ছাড়া বিকল্প নেই দু’দলের সামনে। অবশ্য সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে দু’দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা।

You might also like

Comments are closed.