দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গোলপাহাড় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিবছর পূজার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, কেউ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ছাড়াও বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন পরিষদের মাঝে ৫ কোটি টাকা অনুদান দেয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা।

You might also like

Comments are closed.