এক ওয়ানডে ম্যাচে ৯৯ চার, ১২ ছক্কা ও ৭৮১ রান!

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে ম্যাচে ৪৩ রানের জয় পায় অস্ট্রেলিয়ার মেয়েরা। জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি আলোচনায় নিখাদ ব্যাটিং বিনোদনের ম্যাচ হিসেবে যেখানে ভেঙেছে নারী ক্রিকেটের বহু রেকর্ড।
নারী দলের এই ওয়ানডে ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৪১২ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতের মেয়েরাও দারুণ লড়াই করেছে। ৩৬৯ রানে অলআউট হয় তারা। দুই দল মিলিয়ে এই ম্যাচে রান হয়েছে ৭৮১। যা নারী ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ।
ভারতের বিপক্ষে করা ৪১২ রান মেয়েদের ওয়ানডেতে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস। ১৯৯৭ বিশ্বকাপে ডেনমার্কের বিপক্ষেও সমান রান করেছিলো তারা। দুই দল মিলিয়ে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা হয়েছে এই ম্যাচে। অর্থাৎ, এক ওয়ানডে ম্যাচেই ১১১টি চার-ছক্কা দেখেছে দর্শকরা। মেয়েদের ওয়ানডেতে বাউন্ডারির সেঞ্চুরি এই প্রথম।
নারী ওয়ানডেতে এই প্রথম চারশো রান হজম করল ভারত। এর আগে অস্ট্রেলিয়ার কাছে ৩৭১ রান হজম করেছিলো তারা। রান তাড়ায় সব দল মিলিয়ে ভারতের ৩৬৯ রানই এখন সর্বোচ্চ। আগের সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার, গত বছর বেঙ্গালুরুতে ভারতের ৩২৫ রানের জবাবে তারা থামে ৩২১ রানে।
You might also like

Comments are closed.