কেন বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছেন প্রভা!

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা প্রায় দুই দশক ধরে অভিনয়ে নিয়মিত। ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন সত্ত্বেও অভিনয় পেশা ছাড়েননি তিনি। বরং নাটকের পাশাপাশি এবার চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে চাকরি ও সিনেমার কাজে সমানতালে সময় দিচ্ছেন প্রভা।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীর্ঘ অভিনয়যাত্রার অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, ‘আমি আসলে স্টারডম দেখাতে পারি না। এটাকে ব্যর্থতা কিংবা সফলতা— দুটোই বলা যায়। এইচএসসি পরীক্ষার শেষ দিনে মেরিল বিউটি সোপের অডিশনে অংশ নিয়েছিলাম। বিজ্ঞাপনে কাজ হলো, রাতারাতি জনপ্রিয় হয়ে গেলাম। সারা দেশে পরিচিতি এলো। বৃহস্পতিবারের কাগজগুলোতে বড় বড় ছবি ছাপা হলো। অথচ আমি সেই প্রভাই রয়ে গেলাম।’

ক্যারিয়ারের আলো-অন্ধকার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শুটিং ইউনিটে কাউকে বুঝে কষ্ট দিয়েছি— এমন অপবাদ নেই। কারও শিডিউল নষ্ট করিনি। ভুল করেছি, আবার শিখেছি। থেমে যাইনি। বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, এজন্য কৃতজ্ঞ থাকব আজীবন।’

এবার প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন প্রভা। এগুলো হলো— ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’, যার পরিচালক সাদেক সিদ্দিকী।

এ দুটি সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন প্রভা। তবে টানা বৃষ্টির কারণে দ্বিতীয় লটের কাজ পিছিয়ে যাচ্ছে। প্রভা জানান, ‘হয়তো আগামী মাসের মাঝামাঝি নতুন শিডিউল দেব।’

You might also like

Comments are closed.