বছরের শেষ সূর্যগ্রহণ আজ

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতে। এটি হবে আংশিক সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

এবারের সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে।

কেন্দ্রীয় গতিপথের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে।

বিশ্বের বিভিন্ন দেশে এই আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার জন্য জ্যোতির্বিজ্ঞানপ্রেমীরা প্রস্তুতি নিয়েছেন। তবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ থেকেই গ্রহণটি দেখা সম্ভব হবে না।

You might also like

Comments are closed.