হোন্ডার ফাস্ট চার্জিং ইলেকট্রিক মোটরসাইকেল

ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক মোটরসাইকেল উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে জাপানের অটোমোবাইল জায়ান্ট হোন্ডা। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ইনস্টাগ্রাম পেজে একটি টিজার প্রকাশ করেছে, যেখানে নতুন ই-মোটরসাইকেল ইউরোপের রাস্তায় পরীক্ষামূলক চালনার দৃশ্য দেখা যায়। চলতি মাসে বাইকটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

হোন্ডা ২০২২ সালে ঘোষণা দিয়েছিল, ২০২৫ সালের মধ্যে ১০টির বেশি ই-মোটরসাইকেল বাজারে আনবে। নতুন মডেলটি সম্ভবত সেই পরিকল্পনার অংশ। ভিডিওতে বাইকটি কালো-সাদা ক্যামোফ্লাজে ঢাকা থাকলেও প্রযুক্তি সাইট ইলেকট্রেক জানিয়েছে, এটি ২০২৪ সালে ইতালির মিলানে অনুষ্ঠিত ইআইসিএমএ মোটরসাইকেল প্রদর্শনীতে দেখানো ‘ইভি ফান কনসেপ্ট’-এর সঙ্গে বেশ মিল রয়েছে।

সেই সময় হোন্ডা জানিয়েছিল, কনসেপ্ট বাইকটির পারফরম্যান্স একটি মাঝারি আকারের পেট্রলচালিত মোটরসাইকেলের সমান হবে। একবার সম্পূর্ণ চার্জে এটি ১০০ কিলোমিটারের বেশি পথ চলতে পারবে। এতে সিসিএস২ কুইক চার্জার ব্যবহারের সুবিধা থাকবে।

You might also like

Comments are closed.