জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করে ছাড়ব: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গন বিষয়ে অনুষ্ঠিত তৃতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নির্বাচন এখনও আলোচনার বিষয়। সুতরাং, সবেমাত্র শেষ হওয়া এই নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর যথাযথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে পুনরায় নির্বাচনের সুযোগ অবশ্যই আছে। আমরা সেটা আদায় করব ইনশাআল্লাহ।’

তিনি আরও জানান, ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফিরে যাইনি, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করিনি এবং ধৈর্য ধরে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতির ধারাকে এগিয়ে নিয়েছি।

‘ভোটে একটা জাল বিছানো হয়েছিল এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল,’ বলেন আবিদ।

নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এটাকে পরাজয় হিসেবে দেখছি না। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।’

You might also like

Comments are closed.