চ্যাম্পিয়ন্স লিগে বিশাল রেকর্ড গড়লেন সালাহ

অ্যানফিল্ডের আলো ঝলমলে রাতে আবারও নিজের নাম ইতিহাসের পাতায় লিখলেন মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিভারপুলের নাটকীয় জয়ে মিশরের এই তারকা একের পর এক অনন্য রেকর্ড গড়ে বসলেন।
শুরুটা হয়েছিল বিস্ফোরক। ম্যাচের প্রথম ছয় মিনিটেই দুই গোল করে প্রতিপক্ষকে হতবাক করে দেয় লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের গোলে লিড নেওয়ার পরপরই সালাহর ম্যাজিক—রায়ান গ্র্যাভেনবার্গের পাস থেকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে তার দুর্দান্ত ফিনিশ জন অবলাককে পরাস্ত করে অ্যানফিল্ডকে উন্মাতাল করে তোলে।
এই গোল ও অ্যাসিস্টের মধ্য দিয়েই সালাহ ইতিহাস গড়েন। চ্যাম্পিয়নস লিগে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যেই গোল ও অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড় এখন তিনি।
কিন্তু এখানেই শেষ নয়। এই ম্যাচ ছিল ইউরোপের মঞ্চে লিভারপুলের জার্সিতে সালাহর ৭৪তম উপস্থিতি, যা কিংবদন্তি স্টিভেন জেরার্ডকেও ছাড়িয়ে গেল। এখন তার সামনে কেবল জেমি ক্যারাঘার (৮০ ম্যাচ)। চলতি মৌসুমেই সেই রেকর্ড ভাঙা সময়ের ব্যাপার মাত্র।
আরেকটি বিশাল মাইলফলকও ছুঁয়ে ফেললেন মিশরের এই ফরোয়ার্ড। অ্যাতলেটিকোর বিপক্ষে গোলটি ছিল ইংলিশ ফুটবলে তার ২৫০তম গোল। এর মধ্যে দুই গোল এসেছিল চেলসির হয়ে, বাকিগুলো লিভারপুলের জার্সিতে।
ম্যাচ শেষে অ্যানফিল্ডজুড়ে ছিল কেবল এক নাম—সালাহ। তবে এই জয় লিভারপুলকে বেশি সময় বিশ্রামের সুযোগ দিচ্ছে না। সামনে অপেক্ষা করছে মার্সিসাইড ডার্বি, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী এভারটন। ইতিহাস গড়া এই রাতের পর সালাহ যে আরও একবার আলো কাড়তে চাইবেন, তা বলাই বাহুল্য।
You might also like

Comments are closed.