মায়ামির সঙ্গেই নতুন চুক্তি করছেন মেসি!

সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে চলেছে। ইন্টার মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের খবর অনুযায়ী, আর্জেন্টাইন মহাতারকার নতুন চুক্তির বিষয়টি এখন কেবল সময়ের অপেক্ষা। ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামির জার্সি গায়ে চড়ান মেসি।

আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরই। বেশ কিছুদিন ধরে নতুন চুক্তির আলোচনা চলছিল, তবে চূড়ান্ত ঘোষণা না আসায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এর মধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর আগ্রহ নিয়েও সংবাদমাধ্যমে এসেছে নানা খবর। তবে ইএসপিএন জানিয়েছে, মেসি ও মায়ামির মধ্যে আলোচনার প্রায় সব বিষয়েই সমঝোতা হয়ে গেছে।
এখন শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি। দুই পক্ষের সম্মতি হলেই তা পাঠানো হবে মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমোদনের জন্য। আগামী বছরের বিশ্বকাপ খেললে সেটিই হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে মায়ামির সঙ্গে নতুন চুক্তি একাধিক বছরের হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ আরো কয়েক মৌসুম মাঠে দেখা যাবে মেসির জাদু।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে বদলে দিয়েছেন মেসি। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, যা ক্লাবটির ইতিহাসে প্রথম বড় ট্রফি। গত মৌসুমে রেকর্ড পয়েন্ট সংগ্রহ করে জেতে সাপোর্টার্স শিল্ড, যদিও পরবর্তী সময়ে প্লে-অফের প্রথম রাউন্ডেই থেমে যায় যাত্রা। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন মেসি।
দলের হয়ে ২১ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ১১টি গোলে সহায়তা করেছেন তিনি। মেজর লিগ সকারে মেসির রেকর্ডও চোখে পড়ার মতো ৪৬ ম্যাচে করেছেন ৪১ গোল আর ২৭ অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির হয়ে ৬২ ম্যাচে করেছেন ৫৪ গোল।
ইন্টার মায়ামির সহ-মালিক ও ধনকুবের হোর্হে মাস কিছুদিন আগে জানিয়েছিলেন, মেসিকে ধরে রাখার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। তার ইচ্ছা, আর্জেন্টাইন জাদুকরের অবসরের মঞ্চ হবে ইন্টার মায়ামিই।
You might also like

Comments are closed.