ভারতে করোনায় শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো

ভারতে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪ হাজার ৯৭০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৩ জনে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪ হাজার ৯৭০ জনের মধ্য দিয়ে ভারতে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯ হাজারেরও বেশি সুস্থ হয়েছেন। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের সংখ্যা এখন ভারতে।

এদিকে ভারতে চতুর্থ ধাপে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। সংক্রমণের মাত্রা অনুসারে করোনার রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন ঘোষণা দিচ্ছে রাজ্য সরকার।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৪৯ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের। সেরে উঠেছেন প্রায় ২০ লাখ।

You might also like

Comments are closed.