রাজধানীর সাতরাস্তায় যান চলাচল স্বাভাবিক
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে যান চলাচলের পথ ছেড়ে দিয়ে কর্মসূচি পালন করছেন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সড়কের পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু করেন তারা।

Comments are closed.