ছয় দাবিতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তায় অবস্থান

বিএসসি ডিগ্রিধারীদের উত্থাপিত তিন দফা দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে এর প্রতিবাদে এবং কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ছয় দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করেন তারা। পরে সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা বলছেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করে রাষ্ট্রকে জিম্মি করার নীল-নকশা হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। ছয় দফা দাবি আদায়ে সব পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবেন।

 

You might also like

Comments are closed.