টয়োটা আনছে র‌্যাভ৪ ও ল্যান্ড ক্রুজারের ইলেকট্রিক সংস্করণ

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তাদের জনপ্রিয় ‘র‌্যাভ৪’ ও ‘ল্যান্ড ক্রুজার’ এসইউভির সম্পূর্ণ ইলেকট্রিক সংস্করণ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের এক কারখানায় এই নতুন ইলেকট্রিক গাড়ি দুটি তৈরি করা হবে। এর জন্য টয়োটা তাদের বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাসের একটি সেডান মডেলের উৎপাদন অন্যত্র সরিয়ে নিচ্ছে।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্টাকি অঙ্গরাজ্যের কারখানায় বর্তমানে ‘লেক্সাস ইএস’ সেডান তৈরি হয়। নতুন পরিকল্পনার আওতায় এই সেডান এখন থেকে জাপানে তৈরি করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে। এর পরিবর্তে খালি হওয়া উৎপাদন লাইনে র‌্যাভ৪ ও ল্যান্ড ক্রুজারের ইলেকট্রিক সংস্করণ তৈরি করা হবে। টয়োটা এই পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ‘আরও ভালো গাড়ি তৈরির জন্য’ উৎপাদন পরিকল্পনা পর্যালোচনা করছে বলে জানিয়েছে টয়োটা।

র‌্যাভ৪ ও ল্যান্ড ক্রুজারের ইলেকট্রিক সংস্করণ দুটি ২০২৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে টয়োটার আনতে যাওয়া সাতটি নতুন ইলেকট্রিক মডেলের অংশ। টয়োটা মোটর উত্তর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ডেভিড ক্রিস্ট জানিয়েছেন, তারা ব্যাটারিচালিত ইলেকট্রিক, হাইব্রিড এবং প্লাগ–ইন হাইব্রিড গাড়ি দিয়ে বাজার দখলের প্রস্তুতি নিচ্ছেন।
এই উদ্যোগের মাধ্যমে টয়োটা বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে। যেখানে টেসলা ও অন্য ব্র্যান্ডগুলো ইতোমধ্যে বেশ এগিয়ে রয়েছে।

You might also like

Comments are closed.