ভারতে একদিনেই আক্রান্ত ছাড়ালো ৯০ হাজার!

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪ হাজার ৯৮৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭ জনে দাঁড়ালো। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এই তথ্য জানায়।

এছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১২০ জনের। মোট মৃত্যু ২ হাজার ৮৭২ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজারের বেশি জন। এনিয়ে দেশটিতে করোনায় সুস্থ হওয়ার হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫১ শতাংশ।

করোনায় আক্রান্তের তালিকায় দেশটির মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাটের অবস্থান উপরে। গত ২৪ ঘণ্টায় এসব রাজ্যে আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে। এনডিটিভি

You might also like

Comments are closed.