করোনাভাইরাস: নেপালে প্রথম মৃত্যু নারীর

নেপালে প্রথমবারের মতো করোনাভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। সম্প্রতি হাসপাতালে সন্তান জন্ম দেয়া ২৯ বছর বয়সী ওই নারী বাড়ি গিয়ে শনিবার করোনায় মারা যান বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত ৮ মে তিনি সন্তান প্রসব করেন। বাড়ি গিয়ে তার করোনা ধরা পড়ে। নারীর মৃত্যুর খবরে হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

একই সঙ্গে করোনার বিস্তার রোধে ওই নারী যে গ্রামে বাস করতেন, সেই গ্রামের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

নেপালে এ পর্যন্ত ২৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৩৬ জন। মারা যাওয়ার ঘটনা এটিই প্রথম।

এই মহামারীর বিস্তার রোধে নেপাল পুরো দেশেই ৬-১৮ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে। তবে বাণিজ্যিক কর্মকাণ্ড ও কৃষিকাজের ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল করা হয়।

এর আগে গত ২৪ মার্চ থেকেই দেশটির কয়েকটি এলাকায় লকডাউন চলছিল।

You might also like

Comments are closed.